ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিবুল, সম্পাদক তারিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, আগস্ট ১৬, ২০২৫
৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিবুল, সম্পাদক তারিক সাকিবুল আলম ভূঁইয়া ও তারিক লতিফ সামি।

৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসি তারিক লতিফ সামি।

শুক্রবার (১৫ আগস্ট) নির্বাচনের মাধ্যমে ৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রথম এই কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির রমনা বিভাগের এসি (পেট্রোল) ইশফাকুল কবির, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্রাফিক মোহাম্মদপুর বিভাগের এসি আসলাম সাগর, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লালবাগ বিভাগের এসি জুয়েল চাকমা, নারীবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির নারী পুলিশের এসি ইয়াসমিন তিশা, কল্যাণ ও ক্রিড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির এসি রাসেল রানা (কল্যাণ ও ফোর্স) ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাভিয়েশন সিকিউরিটির এএসপি শরিফুল ইসলাম।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন র‍্যাব হেডকোয়ার্টারের এএসপি সৌমিক হাসান, এটিইউর এএসপি নাফিসুর রহমান নাফিস, দিনাজপুরের হাকিমপুর সার্কেলের এএসপি আ ন ম নিয়ামতউল্লাহ, এসএসএফ’র এডি রুবাইয়াত সানজিদ হোসেন।

আগামী এক সপ্তাহের মধ্যে এই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ