ঢাকা: রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে ও হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে ও পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- মো. সাব্বির (২২), মো. মাসুদ (২৬) ও মো. ফয়সাল (২০)। তাদের কাছ থেকে একটি চাকু এবং দুটি রেজার ও ক্ষ জব্দ করা হয়। অপরদিকে মাদক কারবারি মো. রানা (২২) এর কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) রাতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এছাড়া পশ্চিম ধানমন্ডি এলাকায় আরেক অভিযানে মো. রানাকে ১৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাবের এ কর্মকর্তা।
এমএমআই/জেএইচ