ঢাকা: সম্প্রতি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী কনস্টেবলকে বিয়ের প্রলোভনে ধর্ষণের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়। পরে এ বিষয়টি ঢাকা জেলা পুলিশের নজরে আসে।
ভুক্তভোগী নারী ও অভিযুক্ত পুরুষ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট ওই নারী কনস্টেবল দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ করেন, অভিযুক্ত পুরুষ কনস্টেবল তাকে ৫ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। ঢাকা জেলার পুলিশ সুপার বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে উভয় পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন এবং ঘটনাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ওই ঘটনায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এজেডএস/জেএইচ