ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আসমা কিবরিয়া আর নেই, প্রধানমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, নভেম্বর ৯, ২০১৫
আসমা কিবরিয়া আর নেই, প্রধানমন্ত্রীর শোক আসমা কিবরিয়া

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (০৯ নভেম্বর) সকালে ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।



সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো শোক বার্তায় একথা জানানো হয়েছে।    

প্রধানমন্ত্রী বলেন, তার মৃতুত্যে দেশ একজন সমাজসেবী ও গুণী চিত্রশিল্পীকে হারালো। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আসমা কিবরিয়ার প্রথম নামাজে জানাজা বাদ আসর গুলশান আজাদ মসজিদে এবং ২য় নামাজে জানাজা বনানী কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫/আপডেট ১৪০৭ ঘণ্টা
এসইউজে/বিএস

** নীলকে বেছে নিয়েছিলেন শান্তির আকাঙ্ক্ষায়
** আসমা কিবরিয়ার মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।