ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আসমা কিবরিয়ার মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, নভেম্বর ৯, ২০১৫
আসমা কিবরিয়ার মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক আসমা কিবরিয়া

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
 
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো শোকবাণীতে স্পিকার বলেন, আসমা কিবরিয়া ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী এবং একজন প্রতিভাবান চিত্রশিল্পী।

তার মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী চিত্রশিল্পীকে হারালো।
 
স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
এছাড়া আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।
 
সোমবার (৯ নভেম্বর) সকালে ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন আসমা কিবরিয়া।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।