ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মহম্মদপুরে থ্রি হুইলারের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, নভেম্বর ৯, ২০১৫
মহম্মদপুরে থ্রি হুইলারের ধাক্কায় নারী নিহত

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা এলাকায় থ্রি হুইলারের ধাক্কায় ফরিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদা ওই এলাকার রাজ্জাক মণ্ডলের স্ত্রী।

রাজ্জাক মণ্ডল জানান, তার স্ত্রী সকালে বাড়ি থেকে কানুটিয়া বাজারে যাচ্ছিলেন। পথে সুন্দরপুর জামে মসজিদের কাছে ‌পেছন থেকে একটি থ্রি হুইলার (স্থানীয়ভাবে গ্রামবাংলা বলা হয়) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার পর পর থ্রি হুইলারটি ফেলে চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে বলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।