ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ধুনটে ৬ মোটরসাইকেল আরোহীর জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, নভেম্বর ৯, ২০১৫
ধুনটে ৬ মোটরসাইকেল আরোহীর জরিমানা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ছয় মোটরসাইকেল আরোহীকে দেড় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে বগুড়া জেলা সদরের মাদলা গ্রামের সুবল চন্দ্র সরকার, শেরপুর উপজেলার আলতাবপুর গ্রামের নুরুন্নবী শেখ, ধুনট উপজেলার কান্তনগর গ্রামের আব্দুল মোত্তালেব, ওবাইদুল্লাহ ও সরুগ্রামের সাদ্দাম হোসেনকে ২০০ টাকা করে এবং শেরপুরের জামিল উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।  
ইউএনও’র অফিস সহকারী জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রাফিক আইন অমান্য করায় ওই ছয় মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।