ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, নভেম্বর ৯, ২০১৫
ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ: মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদহের সুরাপাড়া গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।



সোমবার (০৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-সুরাপাড়া গ্রামের আব্দুল করিম বিশ্বাস (৭৫), তার স্ত্রী কুটি বেগম (৬০), আনছার আলী (৪০), আব্দুস সালাম (২৫), আব্দুর রশিদ (৪০)সহ ১০ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সুরাপাড়া গ্রামের মনিরুল ইসলাম ও আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ওই গ্রামের বিলে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। এছাড়াও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।