ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা মিরোজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, নভেম্বর ৯, ২০১৫
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা মিরোজ মেজবাউর রহমান খান মিরোজ

ফরিদপুর: রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মেজবাউর রহমান খান মিরোজের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) বাদ জোহর শহরের আলীপুর এলাকার গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।



জানাজায় সাবেক সংসদ সদস্য শাহ মোহম্মদ আবু জাফর, এম এম শাহরিয়ার রুমী, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মুক্তিযোদ্ধা সংসদের নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।  

এর আগে বিভিন্ন সংগঠেন পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান মিরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।