ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে পিস্তলসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, নভেম্বর ৯, ২০১৫
ময়মনসিংহে পিস্তলসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার ছবি : প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহে দু’টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাপাতিসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- শামীম, সানি, পাপ্পু ও রাজু।



সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতে শহরের লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে শামীম ও সানিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার (৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে আকুয়া চৌরাঙ্গী মোড়ের একটি ভাড়া বাসা থেকে রাজু ও পাপ্পুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

ওসি ইমারত হোসেন গাজী আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।