ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বরিশাল মহাশ্মশানে দিপালী উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, নভেম্বর ৯, ২০১৫
বরিশাল মহাশ্মশানে  দিপালী উৎসব শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল মহাশশ্মানে সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী ‘দিপালী উৎসব’।

প্রিয়জনের স্মৃতির উদ্দেশে দ্বীপ জ্বেলে দেওয়ার এই রেওয়াজ চলছে প্রায় দেড়শো বছর ধরে।

এছাড়া প্রিয়জনের প্রিয় খাদ্য সামগ্রীসহ নানা উপাচার ও ফুল দিয়ে সমাধি সাজিয়ে তোলা হয়। পূর্বপুরুষের স্মৃতিতে করা হয় প্রার্থনা।

প্রতিবছর ভূত চর্তুদশীর পূণ্য তিথিতে এ উৎসবের আয়োজন করা হয়। সে হিসেবে এ বছর পঞ্জিকা অনুসারে সোম ও মঙ্গলবার দুইদিন উদযাপিত হবে এ উৎসব।

এদিকে, প্রতিবারের মতো এবারও এ দিপালী উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে এসেছেন হাজারো মানুষ।

ভারতের কলকাতা থেকে প্রায় ৫০ বছর পরে এদেশে এসেছেন রীনা ঘোষ দস্তিদার। তিনি মহাশ্মশান ঘুরে দিপালী উৎসবের আয়োজন দেখে বিষ্ময় প্রকাশ করেন।

তিনি জানান, এতো সুন্দর আয়োজন ও শ্রদ্ধা-ভক্তির এমন বহিঃপ্রকাশ আগে কখনো দেখেননি।

অপর ভারতীয় নাগরিক মিতালী সরকার জানান, প্রায় ২৫ বছর পরে তিনি এ দেশে এসেছেন। এসেই দিপালীকে কেন্দ্র করে মহাশ্মশানে এসেছেন। তার দাদু ও বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন।

অন্যদিকে, এ উৎসব ঘিরে আয়োজন করা হয়েছে মেলার। মেলায় অন্তত ৪০টির মতো ছোট-বড় দোকান বসেছে।

বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির সভাপতি মানিক মুখার্জি কুণ্ডু বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যা ৭টা ৫মিনিট  থেকে মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত ভূত চতুর্দশী পূণ্য তিথিতে এ দিপালী উৎসব অনুষ্ঠিত হবে।

দিপালী উৎসবের সার্বিক নিরাপত্তা রক্ষায় মহাশ্মশানে সাদা ও পোশাকধারী পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন।

পাশাপাশি শ্মশানে আগতদের সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাসেবকরা।

দর্শনার্থী ও  অনুষ্ঠানে আসা কারো যাতে সমস্যা না হয় বিষয়টি মনিটরিং করা হচ্ছে বলে বাংলানিউজকে জানান, মহাশ্মশান রক্ষা সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

বরিশাল নগরীর লাকুটিয়া খাল ঘিরে প্রায়  ৪ একর জায়গা নিয়ে দেড়শো বছরের প্রাচীন ও দেশের অন্যতম বৃহৎ এ মহাশ্মশান।

বরিশাল নগরী স্থাপনের কিছু পড়েই নগরীর কাউনিয়া এলাকায় স্থাপিত এই মহাশ্মশানে প্রিয়জনের স্মৃতিতে মোমের আলো জ্বালিয়ে শ্মশান দিপালী উৎসব চালু হয় বলে স্থানীয়দের ধারণা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।