ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মহাখালীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ব্যাংকক সুমন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৯, নভেম্বর ১০, ২০১৫
মহাখালীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ব্যাংকক সুমন নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালীতে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' শীর্ষ সন্ত্রাসী ব্যাংকক সুমন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাব-১ এর দুই সদস্য।



সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে মহাখালীর সাততলা বস্তির পুকুর পাড়ে এ বন্দুকযুদ্ধ হয়। আহত দুই র‌্যাব সদস্যের নাম জানা যায়নি।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বাংলানিউজকে জানান, রাতে অভিযানে নামলে একদল সন্ত্রাসী র‌্যাবের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্যাংকক সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ধারালো অস্ত্র, একটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫/আপডেট: ০৯৪১
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।