ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ১১ জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, নভেম্বর ১০, ২০১৫
রাজধানীতে ১১ জেএমবি সদস্য আটক ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর আব্দুল্লাহপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

সোমবার (০৯ নভেম্বর) দিনগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে জিহাদি বই, বিস্ফোরকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা,  নভেম্বর ১০, ২০১৫/আপডেট: ১০১৩ ঘণ্টা
এনএইচএফ/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।