ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন সাতক্ষীরায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, নভেম্বর ১০, ২০১৫
খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন সাতক্ষীরায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি কমরেড বিমল বিশ্বাস।



তিনি জানান, ১২ নভেম্বর সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২৩টি জেলার প্রায় ২৫ হাজার প্রতিনিধির অংশগ্রহণে পাচঁ দফা দাবিকে সামনে রেখে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন জোরদার, জলাবদ্ধতা দূরীকরণ, খাসজমি খেতমুজর ভূমিহীনদের মাঝে বিতরণসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন এবার সাতক্ষীরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সহ-সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সংগঠনের জেলা শাখার সভাপতি অজিত কুমার রাজবংশী, সাধারণ সম্পাদক নির্ম্মল সরকার, জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সদস্য অধ্যাপক সাবীর হোসেন, জেলা যুব মৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়াল, সাধারণ সম্পাদক দেবাশীষ মণ্ডল ও ওয়ার্কার্স পার্টির সদস্য ময়নুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।