ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মুক্তাগাছায় দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, নভেম্বর ১০, ২০১৫
মুক্তাগাছায় দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আলী মর্তুজা (২৩) নামে এক দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চেচুয়া বাজারে তারা মিয়ার ভাঙারির দোকান থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

আলী মর্তুজা উপজেলার মূলবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বাংলানিউজকে জানান, চেচুয়া বাজারে তারা মিয়ার ভাঙারি দোকানের কর্মচারী মর্তুজা সোমবার (৯ নভেম্বর) রাতে দোকানের ভেতর ঘুমান। মঙ্গলবার সকালে তারা মিয়া খাবার নিয়ে এসে তাকে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে ভেতরে মর্তুজার মৃতদেহ দেখতে পান তিনি। মৃতের মুখ-গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।