ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

অনন্ত হত্যা

ফারাবীসহ ৩ জন ৭ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, নভেম্বর ১০, ২০১৫
ফারাবীসহ ৩ জন ৭ দিনের রিমান্ডে অনন্ত বিজয় দাশ

সিলেট: ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফারাবীসহ তিনজনের সাতদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট মহানগর মূখ্য হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হকের আদালতে আসামিদের হাজির করা হয়।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী তাদের তিনজনের ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

এছাড়া মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করেন আদালত। মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী এ তথ্য জানান।

রিমাণ্ডে নেওয়া আসামিরা হলেন বিতর্কিত ব্লগার শফিউর রহমান ফারাবী, জুলহাস বিশ্বাস ও আবুল বাশার। এরা সবাই ঢাকায় খুন হওয়া বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি।

এর আগে দুপুরে শফিউর রহমান ফারাবিকে সিলেট আদালতে হাজির করলে অনন্ত হত্যা মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়।

এ নিয়ে অনন্ত হত্যা মামলায় ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে মান্নান রাহি আদলতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং ফটোসাংবাদিক ইদ্রিস আলী জামিনে রয়েছেন।
 
গত ১২ মে সকালে ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

এ ঘটনায় ওই রাতেই অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

প্রথমদিকে পুলিশ মামলাটির তদন্ত করলেও পরবর্তীতে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এএএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।