ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

এখন আকাশ দেখে তামান্না...

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, নভেম্বর ১০, ২০১৫
এখন আকাশ দেখে তামান্না...

চৌদ্দ বছরের তামান্নার জীবন ক্রমেই বারো ফুট দৈর্ঘ্যের একটা ঘরে বন্দী হয়ে যাচ্ছিলো। জন্মের পর যখন তামান্নার বাবা জানতে পারে তামান্না আর দশটা শিশুর মত স্বাভাবিক নয়।

তখনি তাকে মেরে ফেলার পরামর্শ দেয়। কেউ কেউ পরামর্শ দেয় রাস্তায় ফেলে দিয়ে আসতে। তামান্নার মা খাদিজা বেগম সে পথে হাঁটেননি। নয় মাস গর্ভে ধারণ করা তামান্নাকে রাস্তায় ছুঁড়ে ফেলে না দিয়ে চৌদ্দ বছর যাবৎ আগলে রেখেছেন।

দায় এড়াতে বাবা চলে গেছে। বারো ফিট ঘরে একটা পশ্চিম মুখী জানালা দিয়ে দিনের শেষ বেলায় যতটুকু আলো আসে তাই তামান্নার বিনোদনের সঙ্গী। কিন্তু তামান্না আলোর দিকে ছুটতে চায়। প্রায়ই বায়না ধরে ঘরের বাইরে যাবে। যেদিন খুব বেশি জিদ করে, মা তামান্নার হাত-পা খাটের সাথে বেঁধে রাখতো। মুখে গুঁজে দিতো কাপড়, যেন চিৎকার শুনতে না হয়।

গেল একমাস তামান্নাকে আর খাটের সাথে বেঁধে রাখতে হয় না। তামান্নার জন্য আঁচল ট্রাস্টের aachol.org পক্ষ থেকে উপহার দেওয়া বিশেষ চেয়ারে বসে তামান্না দিনের বেশির ভাগ সময় কাটায়। তার মা ও ভাই সময় পেলেই বের হয়ে যায় তামান্নাকে নিয়ে আকাশ দেখতে। তামান্নার মত অসংখ্য শিশুর জীবন রাঙিয়ে দিচ্ছে আচঁল ট্রাস্টের এই বিশেষ হুইল চেয়ার।

আপনার আশে-পাশের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুর জন্য বিশেষ হুইল চেয়ারের প্রয়োজনে যোগাযোগ করুন আঁচলট্রাস্টের সঙ্গে এ নাম্বারে-- ০১৫৫২ ৪৪২৮১৪, ০১৬৭৮২২২৪৬৫। প্রয়োজনে তারা চেয়ারটি বাড়িতে পৌছে দেবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।