ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজনৈতিক বিবেচনায় কেউ বরখাস্ত হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, নভেম্বর ১০, ২০১৫
রাজনৈতিক বিবেচনায় কেউ বরখাস্ত হয়নি

জাতীয় সংসদ ভবন থেকে: রাজনৈতিক বিবেচেনায় কাউকে ঢালাওভাবে বরখাস্ত করা হয়নি বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।



হাজী সেলিম জানতে চান- বিএনপি সমর্থিত মেয়র, কাউন্সিলরদের বিভিন্ন মামলায় জড়িয়ে বহিষ্কার করা হচ্ছে, স্বতন্ত্র সদস্যদেরও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন স্বাধীনভাবে হবে কি না?
 
জবাবে মন্ত্রী বলেন, আপনার মন্তব্য ফ্ল্যাট মন্তব্য। আমাদের আইন পরিষ্কার। নির্বাচিত প্রতিনিধি যদি কোনো মামলায় চার্জশিটভুক্ত আসামি হয়ে থাকেন, তখন শুধুমাত্র সাময়িকভাবে তাকে বহিষ্কার করা হয়। রাজনৈতিক বিবেচেনায় কাউকে ঢালাওভাবে বরখাস্ত করা হয়নি। কাজেই এ নিয়ে হয়রানির কোনো সুযোগ নেই।
 
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।