ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে দেড় লাখ টাকার জাল নোটসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, নভেম্বর ১০, ২০১৫
নীলফামারীতে দেড় লাখ টাকার জাল নোটসহ আটক ১

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ সুধির চন্দ্র শীল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সৈয়দপুর শহরের নিয়ামতপুর এলাকার শুটকিবাজার মোড় থেকে তাকে আটক করা হয়।



আটক সুধির দিনাজপুর জেলার পার্বতীপুর মোমিনপুর ইউনিয়নের দোয়ানিয়াপাড়া গ্রামের মৃত উপেন চন্দ্র শীলের ছেলে।
 
র‌্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ১৪৬টি ১ হাজার টাকার জাল নোটসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
 
র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২’র ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন থেকে একটি চক্র জাল টাকা লেনদেন করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো- এমন তথ্য আমাদের কাছে ছিলো।
 
আটক সুধিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রাতে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান কমান্ডার আসাদুজ্জামান।   

বংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।