ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ট্রলারসহ ৬ মণ জাটকা উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, নভেম্বর ১০, ২০১৫
পাথরঘাটায় ট্রলারসহ ৬ মণ জাটকা উদ্ধার (ফাইল ফটো)

পাথরঘাটা (বরগুনা): বরগুনার বিষখালী নদী থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৬ মণ জাটকা উদ্ধার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নামবিহীন একটি ট্রলার থেকে এসব মাছ উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আফসার উদ্দিন বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর নিশানবাড়িয়া এলাকায় একটি ট্রলার ধাওয়া করা হয়। জেলেরা নিশানবাড়িয়া এলাকায় ট্রলারটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৬ মণ জাটকা উদ্ধার করা হয়।

তিনি জানান, মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে মাছগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।