ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বাছিত (৩৮) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক মানুষ।

সংঘর্ষে গুরুতর আহত বাছিতকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শহরের বাসস্ট্যান্ডের পাশে আবুল মহসিন বট মিয়া মাঠে এদিন (সোমবার) বিকেল ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

উপজেলা যুবলীগ নেতা বাছিত বাগবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।