ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় বজ্রপাতে আনসার সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, সেপ্টেম্বর ২৭, ২০১৮
সাতক্ষীরায় বজ্রপাতে আনসার সদস্যের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় বজ্রপাতে সাগর রায় (২২) নামে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আনসার ব্যাটালিয়ন সদর দফতরের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর রংপুর বিভাগের নীলফামারী জেলার বাসিন্দা।


 
সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোরশেদা খানম বাংলানিউজকে জানান, আনসার বাহিনীতে সদ্য যোগদান করেছিল সাগর রায়। বিকেলে বৃষ্টির সময় আনসার ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় হঠাৎ পাশে থাকা একটি নারকেল গাছে বজ্রপাত ঘটলে সাগর দগ্ধ হন।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।