ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে তুলার গুদামে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, মার্চ ২৬, ২০১৯
দিনাজপুরে তুলার গুদামে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি তুলার গুদামে আগুন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শহরের একটি তুলার গুদামে আগুন লেগে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের মালদহপট্টি শ্যামলাবাড়ী মন্দিরের সামনে রূপচাঁদ আগরওয়ালার তুলার গুদামে এ ঘটনা ঘটে।  

দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পাঁচ লক্ষাধিক টাকার তুলা পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত গুদাম মালিকের দাবি।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।