ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, মার্চ ২৭, ২০১৯
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায়  আদনান হোসেন আরমান (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। 

বুধবার (২৭ মার্চ) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আদনান লক্ষ্মীপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানান, সকালে আরমানসহ তিন জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে খিলবাইছা এলাকায় একটি অটোরিকশা সামনে থেকে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ