ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শপথ নিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, মার্চ ২৭, ২০১৯
শপথ নিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত শপথ গ্রহণের পর নবনির্বাচিত পঞ্চগড়ের জেলা পরিষদ চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি

ঢাকা: শপথ নিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত।

বুধবার (২৭ মার্চ) সকালে  আনোয়ার সাদাতকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কাযালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচনে আমানুল্লাহ বাচ্চু নির্বাচিত হন। গত ৯ জানুয়ারি ২০১৯ এ তিনি মারা যান।

পরে ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ার সাদাত।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জেলা-উপজেলা সবজায়গার চাহিদা ও প্রয়োজনীয়তা একরকম নয়। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।  

উপজেলা পর্যায় থেকেই উন্নয়নে মাস্টার প্ল্যান করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উন্নয়ন কাজে ও অবকাঠামো নির্মাণে ফসলী জমি যেন  নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে।  

একই সঙ্গে পরিবেশের বিষয়ে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।  

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সচিব  এস এম গোলাম ফারুক।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ