ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে জামায়াতের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
গাজীপুরে রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে জামায়াতের অবরোধ

গাজীপুর: অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে গাজীপুরে রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে জামায়াতের নেতাকর্মীরা।  

সোমবার (৬ নভেম্বর) ভোরে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ঢাকা- জয়দেবপুর রেললাইনে টায়ার রেখে আগুন জ্বালিয়ে দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো এ তথ্য জানান।

তিনি বলেন, ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে জামায়াতে নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে রেল লাইন থেকে টায়ার সরিয়ে দেওয়া হয়। এ অবরোধের ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।