ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সংকট কাটাতে হলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
সংকট কাটাতে হলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ঢাকা: বর্তমানে বাংলাদেশে যে সংকট চলছে সেটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমবায় দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু বলেন, এ গণঅভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে, ততক্ষণ গণঅভ্যুত্থান তার মর্যাদা হারাবে। যদি সেই মর্যাদা ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে। এর কোনো ভিন্ন পথ আছে এটা আমি মনে করি না। সেজন্য আমরা নির্বাচন আহ্বান করেছি। আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, ভারত একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সহযোগিতা করেছিল, আমাদের দেশের মানুষকে তাদের ভূখণ্ডে জায়গা দিয়েছিল তার জন্য আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করি। কিন্তু এ ভারত বিগত ৫৩ বছরে আমাদের বন্ধুত্বকে, কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে।

দুদু বলেন, ভারত ভয়ংকর গণহত্যাকারী ও লুটেরা প্রধান শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে। এটা প্রমাণ করেছে তারা গণহত্যাকারী ও লুটেরার পক্ষের একটা শক্তি। ভারত আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে আর অন্য কোনো চিন্তা করতে পারে না। এর বাইরে কোনো চিন্তা করতে পারেনি বলেই তারা বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বন্ধু হতে পারেনি। এ কথা যখন আমরা বলবো ভারত সে সময় অখুশি হবে।

জাতীয়তাবাদী সমবায় দলের ঢাকা মহানগর দক্ষিণের মো. রতন মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কৃষক দল নেতা এস কে সাদী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, সাধারণ সম্পাদক ড. মো. নিজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।