ফরিদপুরের সালথায় বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলার আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজল বোয়ালিয়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ও সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়ার নাতি।
সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেন। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুটও করে নিয়ে যায়। এ ঘটনায় দুটি মামলা হয়। মামলার দুটিতে এজাহারনামীয় আসামি ছিলেন সজল শেখ। এ ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দুটি বিস্ফোরকদ্রব্য আইন ও একটি মারামারি মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল। গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এসআরএস