বগুড়া: বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসভবন ও অফিসে বোমা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বগুড়া জেলা যুবলীগ।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ যুবলীগ দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী যুবসংগঠন। সংগঠনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর ঢাকাস্থ ধানমন্ডির বাসভবন লক্ষ্য করে ৪ জানুয়ারি রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা বোমা হামলা চালিয়েছে। এর আগেও তারা দুই বার ধানমন্ডির বাসভবন ও অফিসে হামলা চালায়।
যুবলীগ একটি সুশৃঙ্খল যুব সংগঠন ও সৃজনশীল রাজনীতির অগ্রপথিক। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবসমাজের কল্যাণে আধুনিক বাংলাদেশ গঠনে নিয়োজিত। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী একজন মেধাবী ও সৃজনশীল ব্যক্তিত্ব। তার নেতৃত্বে ধানমন্ডিতে রয়েছে যুবলীগের মেধা ও মনন চর্চার প্রতিষ্ঠান ‘যুব গবেষণা কেন্দ্র’। এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে একটি বিশেষজ্ঞ টিম বঙ্গবন্ধুর আদর্শ এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করে থাকে।
যুবলীগ চেয়ারম্যান তার বক্তৃতা ও বিবৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে তুলে ধরার পাশাপাশি বিএনপি ও জামায়াতের অসুস্থ ধারার রাজনীতি সম্পর্কে জনগণকে সচেতন করে থাকেন। যে কারণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বিএনপি-জামায়াত জোটের চক্ষুশুল হয়েছেন। তাই অবিলম্বে গ্রেপ্তার পূর্বক বিচারের মুখোমুখি করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জেলা যুবলীগ।
স্মারকলিপি প্রদানকালে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুবলীগ নেতা আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাইসুল তোফায়েল কোয়েল, নাছিরুজ্জামান টিটো, মিথুন এমরান মিথুন, খালেকুজ্জামান রাজা, জাকির হোসেন পলাশ, সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাজেদুর রহমান সিজু, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম শিপুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫