সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাররুল ইসলাম রাজুসহ ৫ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে একটি মিছিল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়।
এসময় পুলিশ বাধা দিলে ছাত্রদল কর্মীরা উত্তেজিত হয়ে ১৫টি লেগুনা ও বাটা ও বাটারফ্লাই শো রুমের গ্লাস ভাঙচুর করে।
এদিকে, এ ঘটনার পর শহরের ট্রাফিক পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ট্রাফিক পয়েন্ট থেকে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে পুনরায় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সহসভাপতি সুব্রত সরকার ও মোশারফ হোসেন ইমন প্রমুখ।
সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআরসেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫