ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাক্ষাতের পর শওকত মাহমুদ

বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধে দৃঢ়প্রতিজ্ঞ খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধে দৃঢ়প্রতিজ্ঞ খালেদা শওকত মাহমুদ

ঢাকা: বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন-অবরোধের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশের সভাপতি শওকত মাহমুদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান।



রাত ৮টায় শওকত মাহমুদের সঙ্গে খালেদার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। রাত সাড়ে ৮টার পর বেরিয়ে আসেন তারা।

শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া বলেছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন-অবরোধ চলবে। তিনি আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে বলেও জানান জাতীয় প্রেসক্লাবের সাবেক এ সভাপতি।

** বৃহস্পতিবার খালেদার সঙ্গে দেখা করলেন যারা

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।