নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সিটি করপোরেশনের দু’জন কাউন্সিলরের মধ্যে একজনকে রিমান্ড ও অপরজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন।
এর আগে বুধবার সকালে ঢাকার হাইকোর্ট এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতানউদ্দিন ভূইয়া ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারকে গ্রেফতার করে পুলিশ। বন্দর এলাকার এ দু’জন কাউন্সিলর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও সোমবার বন্দরের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দু’টি মামলার এজাহারভুক্ত আসামি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, বৃহস্পতিবার এ দু’জন কাউন্সিলরকে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। বিকেলে আদালতে শুনানি শেষে কাউন্সিলর মোহাম্মদ সুলতানের দু’দিনের রিমান্ড মঞ্জুর ও হান্নান সরকারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। বয়স্ক ও হার্টের রোগী হওয়ায় কাউন্সিলর হান্নান সরকারের রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫