ঢাকা: বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে ওয়ারেন্ট বা অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাহেদা ইয়াসমিন চৌধুরী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাংলানিউজের কাছে তিনি এ অভিযোগ করেন।
রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি
সাহেদা বাংলানিউজকে বলেন‘ রাত সোয়া ১০টার দিকে নামাজ পড়ে আমি (সাহেদা) ও মবিন ঘুমাতে যাব। এসময় চারজন লোক বাসায় ঢুকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা মবিনকে নিয়ে যাবে বলে জানালে আমি ওয়ারেন্ট বা কোন অভিযোগ আছে কিনা জানতে চাই। কিন্তু কোন অভিযোগ বা ওয়ারেন্ট নেই বলে জানায়। ’
ডিবি’র এক কর্মকর্তা শুধু আমাকে বলেই চলেছেন,‘দেখুন ম্যাডাম। স্যারকে আমরা শুধু ডিবি অফিসে নেব। স্যারকে দিতেই হবে। ’
সাহেদা বলেন,‘ তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তা দেখাতে অস্বীকৃতি জানায়। পরে আমার ভয় থেকে কয়েকজন নেতা ও আত্মীয়-স্বজনের সাথে কথা বলি। এরমধ্যে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে ডিবি’র একজন সহকারী কমিশনার পরিচয়দানকারী আমার সামনে প্রমাণ স্বরুপ ক্যান্টনমেন্ট থানা’র ওসিকে নিয়ে আসেন। ’
তিনি আরও বলেন,‘ওসি ডিবি পুলিশদেরকে শনাক্তের পর আমি মবিনের ওষুধপত্র দেওয়ার পর বাসার নিচে দাঁড়ানো গাড়িতে করে মবিনকে ডিবি পুলিশ নিয়ে যায়। ’
রাত সোয়া দশটা থেকে রাত সোয়া এগারটা পর্যন্ত পুলিশ বাসায় থাকে। পরে সাড়ে এগারটার দিকে বাসার নিচে আরো ৪-৫টি গাড়িসহ মবিনকে ডিবি কারর্যলায়ে নিয়ে যায়।
ওয়ারেন্ট নেই, অভিযোগ নেই তাহলে কার নির্দেশে আমার স্বামীকে নিয়ে গেল বলে প্রশ্ন করেন সাহেদা।
** শমসের মবিন চৌধুরী আটক
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫