ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত খালেদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জানুয়ারি ১৭, ২০১৫
প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত খালেদা নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা ডর্ক ইয়ার্ডে বিআইডব্লিউটিসি’র পুনর্বাসন করা রো-রো ফেরি কেরামত আলীর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন।



নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দায় নারায়ণগঞ্জ ডর্ক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওকার্স-এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর খুরশীদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান।

শাহজাহান খান বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাত্রদাহ হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য উনারা গণতান্ত্রিক আন্দোলনের নামে পরাজিত শক্তি পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করছেন। রাতের আঁধারে জামায়াত শিবিরের ক্যাডারদের নিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন। অথচ পাকিস্তান স্বীকার করে জামায়াত এখনও তাদের আস্থাভাজন।

তিনি অভিযোগ করে বলেন, ইসলামের পক্ষে কথা বললেও বিশ্ব ইজতেমার সময় উনি (খালেদা জিয়া) লাখ লাখ মুসল্লির কথা চিন্তা করলেন না।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ছিদ্দিক‍ুর রহমান, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজনিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।