ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেককে বিএনপি থেকে বহিষ্কারের পরামর্শ হানিফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
তারেককে বিএনপি থেকে বহিষ্কারের পরামর্শ হানিফের মাহবুব উল হানিফ

ঢাকা: তারেককে বিএনপি থেকে বহিষ্কারের পরামর্শ দিলেন মাহবুব উল হানিফ। এর মাধ্যমে  ‘নষ্ট রাজনীতি’র ধারা থেকে বিএনপিকে মূলধারায় ফিরিয়ে আনারও উপদেশ দিলেন তিনি।



শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক বিক্ষোভ সমাবেশে হানিফ এ পরামর্শ দেন। সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসা ও কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। কোনো বিদেশি প্রভু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।

হানিফ বলেন, অবরোধের নামে যত মানুষ হত্যা হয়েছে। প্রত্যেক হত্যার বিচার হবে। স্থানীয়ভাবে যারাই জড়িত তাদের বিচার করা হবে। হত্যাকাণ্ডের নির্দেশ দাতা হিসেবে শীর্ষস্থানীয় নেতাদেরও বিচার করা হবে।

তিনি বলেন, টাকা দিয়ে গরীব মানুষদের আর বোমা নিক্ষেপ করতে পাঠাবেন না। জনতার হাতে ধরা পড়লে এ গরীবদের প্রাণ হুমকির মুখে পড়বে।

ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, যুবনেতা ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।