ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোববার রাজশাহী বিভাগের ৮ জেলায় হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রোববার রাজশাহী বিভাগের ৮ জেলায় হরতাল ছবি: প্রতীকী

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সাংবাদিকদের এ হরতাল কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।



যুবদল নেতা নিহতের ঘটনার প্রতিবাদে প্রথমে চাঁপাইনবাবগঞ্জে পরে রাজশাহীসহ পুরো বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের কানসাটে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান এম (৩০) নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব।

মতিউর রহমান এম (৩০) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের উপসাত রহমান মন্টু আলীর ছেলে। তিনি শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।