ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

রোববার খুলনার ৩ উপজেলায় শিবিরের হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জানুয়ারি ১৭, ২০১৫
রোববার খুলনার ৩ উপজেলায় শিবিরের হরতাল ছবি: প্রতীকী

খুলনা: খুলনার তিন উপজেলায় (কয়রা, পাইকগাছা ও দাকোপ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে বলে খুলনা জেলা শিবিরের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে খুলনা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ আয়ুব আলীসহ শিবিরের ৩কর্মীকে কয়রা উপজেলা সদরের একটি বাসা থেকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।