ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

২০ দলের পক্ষে দেয়া বিবৃতি প্রত্যাহার করলেন রিজভী

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জানুয়ারি ১৭, ২০১৫
২০ দলের পক্ষে দেয়া বিবৃতি প্রত্যাহার করলেন রিজভী রিজভী আহমেদ / ছবি : ফাইল ফটো

ঢাকা: ২০ দলীয় জোটের পক্ষে শনিবার গণমাধ্যমে বিবৃতি দেয়ার পর নিজের বিবৃতি প্রত্যাহার করে নিলেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

রিজভী আহমেদের বিবৃতির পর একই শিরোনামে বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমান স্বাক্ষরিত আরও একটি বিবৃতি প্রকাশ হয়।

এর পর সেলিমা রহমানের বিবৃতির স্বপক্ষে নিজের বিবৃতি প্রত্যাহার করে নেন রিজভী আহমেদ।

এ ব্যাপারে শনিবার বিকেলে সংবাদমাধ্যমে প্রেরিক এক বিবৃতিতে রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে আজ বিএনপি চেয়ারপার্সন এর গুলশানস্থ কার্যালয় থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সুতরাং একই বিষয়ে আমার স্বাক্ষরিত গণমাধ্যমে আজকের প্রেরিত বিবৃতিটি প্রত্যাহার করে নিলাম। ’।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।