ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদাকে সঠিক পথে আসার আহ্বান মায়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, ফেব্রুয়ারি ২১, ২০১৫
খালেদাকে সঠিক পথে আসার আহ্বান মায়ার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সঠিক পথে আসার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

খালেদার উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে সঠিক পথে আসেন।

দেশব্যাপী যে জ্বালাও-পোড়াও শুরু করেছেন তা বন্ধ করে সঠিক পথে আসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন মায়া।

এ সময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা সৈনিকদের স্মৃতিতে সম্মান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিবাদ এবং সন্ত্রাসের মাধ্যমে একুশের চেতনাকে ধ্বংস করছে। নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে বিএনপির অপরাজনীতিকে নস্যাৎ করতে হবে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ