ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপির মিছিল থেকে ছোড়া ককটেলে কলেজছাত্রী আহত, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, ফেব্রুয়ারি ২২, ২০১৫
বিএনপির মিছিল থেকে ছোড়া ককটেলে কলেজছাত্রী আহত, আটক ১ ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কবি নজরুল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কলেজটির ছাত্রী শারমিন সুলতানা (১৯)। হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপির মিছিল থেকে ছোড়া ককটেলের আঘাতে তার কোমরে ক্ষতের সৃষ্টি হয়েছে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুনকে আটক করা হয়েছে বলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শারমিন গতবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এ বছর কবি নজরুল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছেন। তার বাবার নাম শহিদুল ইসলাম। তারা সূত্রাপুর থানার বাগানবাড়ি এলাকার ৩৬/৩ ফরাশগঞ্জের বাসিন্দা ।

শারমিনের সঙ্গে থাকা তার মা লিমা বেগম জানান, তার মেয়ে এ বছর লক্ষ্মীবাজার কবি নজরুল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অ্যাকাউন্টিং বিষয়ে অনার্সে ভর্তি হয়েছে। ক্লাস শুরু হওয়ার বিষয়ে খোঁজ নিতে তারা কলেজে যাচ্ছিলেন। রিকশা থেকে নামতেই একটি মিছিল আসে। মিছিল থেকে তাদের দিকে ককটেল ছোড়া হয়। এতে তার মেয়ে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী মাহিন ডালি জানান, বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে ব্যানারসহ মিছিল নিয়ে যাওয়ার সময় ককটেল ছোড়ে। ককটেলের স্প্লিন্টারের আঘাতে ওই ছাত্রীর কোমরে ক্ষতের সৃষ্টি হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ জানান, ক্ষতটা খুব গুরুতর। আমরা চিকিৎসা দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫, আপডেট ১৪১৪ ঘণ্টা

** কারওয়ানবাজারে ৪টি ককটেল বিস্ফোরণ, আহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ