ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে ৯ পেট্রোল বোমা-ককটেলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রাজধানীতে ৯ পেট্রোল বোমা-ককটেলসহ আটক ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে ৪টি পেট্রল বোমা ও ৫টি ককটেলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১০।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কদমতলীর ভাই ভাই মার্কেটের নিচে সিএনজি গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, নূর হোসেন ও তার বড় ভাই কামাল।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১০ এর ঢালপুর কো্ম্পানী ক্যাম্পের ১টি আভিযাত্রিক দল কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল মীর বাংলানিউজকে বলেন, আটকদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুত রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা।

তাদের বিরুদ্ধে  বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ