ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

স্মৃতিভ্রম হলে সালাহউদ্দিন ১১ মিনিট কী কথা বললেন?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, মে ১৮, ২০১৫
স্মৃতিভ্রম হলে সালাহউদ্দিন ১১ মিনিট কী কথা বললেন? আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি

ঢাকা: সালাহউদ্দিনের যদি স্মৃতিভ্রম হয়ে থাকে তাহলে স্ত্রীর সঙ্গে ১১ মিনিট ধরে কী কথা বললেন-এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

সোমবার (১৮ মে) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।



সুরঞ্জিত বলেন, সালাহউদ্দিনকে নিয়ে নতুন নতুন গল্প তৈরি করা শুরু করেছে বিএনপি। যদি তার স্মৃতিভ্রম হয়ে থাকে, তাহলে স্ত্রীর সঙ্গে তিনি ১১ মিনিট ধরে কী কথা বললেন? তবে যাই হোক কেন, কেউই আইনের ‌উর্ধ্বে নয়।

তিনি আরও বলেন, তিনি অসুস্থ হলে যেখানেই থাকুন না কেন, তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। সালাহউদ্দিন নিরাপদে দেশে ফিরে আসুন, এটাই কামনা করি।

সুরঞ্জিত বলেন, ১৫ আগস্টের হত্যা শুধু দেশীয় ষড়যন্ত্র ছিল না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল। দেশের ইতিহাসকে নিশ্চিহ্ন করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। বর্তমানে দেশে যে পরিমাণ ‘জঞ্জাল’ রয়েছে তার নির্মূল করতে শেখ হাসিনাকে আরও ১০ বছর ক্ষমতায় থাকতে হবে।


পহেলা বৈশাখে নারী নির্যাতনের বিষয়ে তিনি বলেন, দেরিতে হলেও পুলিশের আইজি পদক্ষেপ নিয়েছেন। তারা নারী নির্যাতনকারীদের শনাক্ত করেছেন ও ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন, এটা ভালো। তবে দায়িত্বশীল পদে থেকে সবারই দায়িত্বশীল কথা বলাই ‌উচিৎ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিকিৎসক এমদাদুল হক সেলিম।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ইউএম (ফোন)/এসএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।