ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জাতীয় শ্রমিকলীগ গাজীপুর শাখার আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, মে ১৮, ২০১৫
জাতীয় শ্রমিকলীগ গাজীপুর শাখার আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে গাজীপুর মহানগর শ্রমিকলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ শুক্কুর মাহামুদ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে ৬৩ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি, মহানগরের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে পূর্ণ কমিটি উপহার দেবে।

জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক হয়েছেন মো. আব্দুল মজিদ বিএসসি। সাতজন যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ আব্দুল জলিল, কবির মন্ডল, ইব্রাহিম খলিল, আব্দুল কাদের, মজিবুর রহমান, মো. সুমন, ও মো. মাহফুজুর রহমান।

আহ্বায়ক কমিটির বাকি ৫৫ জন সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মমিন উদ্দিন আহমেদ, মো. মান্নান মাহমুদ, মো. কামাল হোসেন, আব্দুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।