ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাংবাদিক হাসানুজ্জামানের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ১৮, ২০১৫
সাংবাদিক হাসানুজ্জামানের মৃত্যুতে খালেদার শোক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য হাসানুজ্জামানের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (১৮ মে) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, সাংবাদিক হাসানুজ্জামান তার দীর্ঘ কর্মময় জীবনে নিজ পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি নিরলস ভূমিকা পালন করেছেন। যা তার সতীর্থরা শ্রদ্ধার সঙ্গেই মনে রাখবেন আমার বিশ্বাস’।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘গণতন্ত্র ও মুক্ত মত প্রসারে তার ভূমিকার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার শোকাহত পরিবারের প্রতি, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি’।

বিশিষ্ট সাংবাদিক হাসানুজ্জামান সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীঘর্দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।