ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধের সময় খালেদা কোথায় ছিলেন?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মুক্তিযুদ্ধের সময় খালেদা কোথায় ছিলেন? আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ঢাকা: মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা নিয়ে বিতর্কের জেরে আইনমন্ত্রী আনিসুল হক মুক্তিযুদ্ধের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কাউকে ফুটবল খেলতে দিতে পারি না।


 
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নসহ ১২ দফা দাবিতে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র নেতারা।
 
ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আইন প্রণনয়ন প্রসঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।
 
আইনমন্ত্রী বলেন, আজকেও তাদের একজন লিস্ট চেয়েছেন। সেই ক্ষেত্রে আমি বলবো- তারা যখন লিস্ট তৈরি করেননি। আর কোথাও কোনোদিন লিস্ট তৈরি করা সম্ভব হয়নি। তারা বললে সেটাই আমরা করবো, এত সময় আমাদের নেই। এ কারণেই মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন তৈরির প্রয়োজন আছে বলে আমি মনে করি।
 
এই আইনে সর্বোচ্চ কত শাস্তি হবে তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সেটা আলাপ-আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে। পৃথিবীর অনেক দেশে এমন আইন আছে, বিভিন্ন শাস্তির বিধান আছে। কতটুকু রাখা যায় তা আলাপ-আলোচনা করে রাখা যাবে। আমি আজকেই এ ব্যাপারে কিছু বলতে চাই না।
 
মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উত্থাপিত বিতর্ক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, শহীদদের তালিকা চাচ্ছেন খালেদা জিয়া, ক্ষমতায় থাকাকালে তিনি কতজনের তালিকা তৈরি করেছিলেন? তিনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন তা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে!

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষে সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ইতিহাসবিদ মুনতাসির মানুমসহ অন্যান্য নেতারা আইনমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬/আপডেট: ১৫১৭ ঘণ্টা
এসএমএ/এমজেএফ

** মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়া তৈরির কাজ চলছে
** ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় উঠবে সংশোধিত আইনের খসড়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।