ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় ‌এ্যানী কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, জানুয়ারি ২৮, ২০১৬
নাশকতার মামলায় ‌এ্যানী কারাগারে ছবি : বাদল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ২০১৫ সালের জানুয়ারিতে দায়ের হওয়া ৭ মামলাসহ ৯ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে দুই মামলায় সাবেক এমপি ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ও ইউনূস খান তাকে দুটি মামলায় কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।



এর আগে বেলা ১১টার দিকে ঢাকার সিএমএম আদালতে নয় মামলায় আত্মসমর্পণ করে জামিন চান তিনি।

বাকি সাত মামলায় নথি পর্যালোচনা করে কিছু সময় পর আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক। এসব তথ্য বাংলানিউজকে জানান এ্যানীর অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমআই/টিআই

** ৯ ‍মামলায় এ্যানীর আত্মসমর্পণ, শুনানি বিকেলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।