ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজার: পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মৌলভীবাজার জেলা জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী এ আদেশ দেন।


 
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, মৌলভীবাজার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মামুদুর রহমান।
 
কারাগারে পাঠানো এসব নেতাকর্মী ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
 
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।