ঢাকা: মৌলবাদ-জঙ্গিবাদ অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
মহামতি লেনিনের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান মেনন বলেন, ১৯৭৪ সালে দেশে ৪ জন কোটিপতি ছিলেন, এখন কোটিপতি শত শত। এই যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশে বৈষম্যও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন ছিলো। বর্তমানে বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতি। কিন্তু একটা বিষয় উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈষম্যও বৃদ্ধি পাচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, দেশে মৌলবাদ ও জঙ্গিবাদ দিনে দিনে বাড়ছে। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে এই মৌলবাদ, জঙ্গিবাদের কারণে অর্থনীতির ওপর প্রভাব পরছে।
আলোচনা সভায় বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ লেনিনবাদী নেতাকর্মীদের বলেন, দেশের আজকের এই সংকট পরিস্থিতিতে লেনিনের আদর্শকে কাজে লাগিয়ে মৌলবাদ, জঙ্গীবাদ প্রতিহত করে। আমাদের সংবিধান অনুযায়ী সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
আরআইএস/ওএইচ/এএসআর