ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তৃতীয় ধাপের ইউপি নিয়ে সিইসির সঙ্গে আলোচনায় বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, এপ্রিল ২৩, ২০১৬
তৃতীয় ধাপের ইউপি নিয়ে সিইসির সঙ্গে আলোচনায় বিএনপি

ঢাকা: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অনিয়ম ও এ সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শুরু করেছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে বিএনপির বিদায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শুরু করেন।

বৈঠকে নির্বাচন এবং নির্বাচন নিয়ে দলটির বিভিন্ন অভিযোগ তুলে ধরা হবে বলে জানা গেছে।

দেশের সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) হলো তৃতীয় ধাপের ভোট।

এছাড়া চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। এরপর পঞ্চম ও ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে আগামী ৪ জুন ইউপি নির্বাচন সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।