ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ’লীগের সম্মেলন প্রস্তুতির খবর নিলেন অ্যাডভোকেট খোকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, এপ্রিল ২৬, ২০১৬
আ’লীগের সম্মেলন প্রস্তুতির খবর নিলেন অ্যাডভোকেট খোকা ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আগামী ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন।

 

এ সম্মেলন সফল করতে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি ঘুরে ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে তিনি সম্মেলনস্থল সার্কিট হাউজ ময়দান পরিদর্শন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, প্রচার সম্পাদক গোলাম ফেরদৌস জিল্লু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ নাসিম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।